Episodes
Friday Jun 10, 2022
Thursday Jan 27, 2022
Tuesday Jun 15, 2021
Monday Jun 14, 2021
Monday Jun 14, 2021
Night Shift শেষ করে পায়েল Cab এর জন্য Basement এ অপেক্ষা করছে। সেদিন খুব বৃষ্টি পড়ছিল তাই গাড়ি কম থাকায় Cab ও কম ছিল। পরের Shift এর Employees রা এসে যাওয়ায় সবাই কে Location অনুসারে Cab এ তোলা হচ্ছিল। Cab ছাড়লো আর ঝমঝমিয়ে বৃষ্টিও নামলো। একে একে সমস্ত Office কর্মীরা যে যার গন্তব্যে নেমে পড়ল। পায়েলের শেষ drop, গাড়ির সংখ্যা কম থাকায় যেহেতু সব Employees দের Merge করে দেওয়া হয়েছে তাই Security Guard এর জায়গা হয়নি গাড়িতে। অগত্যা পায়েল কে একা নেমেই নিজের Complex এর দিকে যেতে হচ্ছিল। যদিও শেষ দুমাস পায়েল এভাবেই যাতায়াত করছে। Complex এর Gate এ ঢুকতেই পায়েল দেখলো Security নেই, Gate টা খোলা। পায়েলের খটকা লাগলো, তবুও সে হেটে নিজের Flat এর দিকে এগোতে লাগলো হঠাৎ ই শুনতে পেল এক ছোটো বাচ্ছার কান্না। পায়েল খুজতে লাগলো রাত ১:৩০ টায় বাচ্ছার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে। এদিকে ওদিকে দেখেও খুজে না পেয়ে পায়েল দু পা এগোতেই .............
